ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

মৃত ভেবে চিতাবাঘের ছবি তুলতেই ঘটে বিপত্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৩, ২০ আগস্ট ২০১৯ | আপডেট: ১৮:৫৭, ২০ আগস্ট ২০১৯

ভাবলেন বাঘটি মরে পড়ে আছে। তাই পাশে গিয়ে ছবি তুলতে গেলেন। এর পরেই ঘটে বিপত্তি। সোমবার ভারতের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা এলাকার এক স্থানীয়ের ওপর আচমকাই ঝাঁপিয়ে পড়ে আহত চিতাবাঘ।

স্থানীয় সূত্রে খবর, গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বাঘটিকে মৃত ভেবেছিলেন আক্রান্ত। সামনে থেকে চিতাবাঘকে দেখে ছবি তোলার লোভ সামলাতে পারেননি। তখনই ঘটে এই বিপত্তি। 

ঘটনার দিন সকাল দশটা দিকে ডালগাঁও চা এস্টেটের একটি গাড়িতে ধাক্কা খায় চিতাবাঘটি। তারপরেই গুরুতর আহত অবস্থায় পথের মাঝেই পড়েছিল সে। জানা যায়, বাঘটি নাকি পাশের ডালগাঁও বন থেকে বেরিয়ে এশিয়ান হাইওয়ে পার হচ্ছিল।

এরপরেই স্থানীয় মানুষ জড়ো হয়ে দেখতে থাকেন বাঘটিকে। মৃত ভেবে অনেকেই ছবি তুলতে শুরু করেন। তখনই আহত বাঘ বিরক্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে তাঁদের ওপর। 

এই প্রসঙ্গে বিট অফিসার প্রীতম রায় জানিয়েছেন, "জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ চিতাবাঘকে উদ্ধার করেছে এবং তার চিকিৎসাও শুরু হয়েছে। বাঘটি সুস্থ হয়ে গেলে কর্তৃপক্ষ তাকে আবার জঙ্গলে ছেড়ে দেবে।"

প্রসঙ্গত, চিতাবাঘের ডান পা ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। লোকটির আঘাতও কম গুরুতর নয়।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি